ঢাকামঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫
  • অন্যান্য

দাশুড়িয়ায় রাতের অন্ধকারে কারা ক্রীড়া মঞ্চ ভেঙেছে ইউনিয়নবাসী তা জানেন : আবু তালেব মন্ডল

জয়পত্র ডেস্কঃ
মার্চ ১৮, ২০২৫ ১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে দাশুড়িয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য, পাবনা জেলা আমীর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।
প্রধান অতিথি অধ্যাপক আবু তালেব মন্ডল তার বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান মুসলমানদের সংযম ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। মুমিনদের ঈমানী চেতনাকে আরও শানিত করে রমজানের রোজা। তিনি বলেন, দাশুড়িয়া ইউনিয়নের লোকজন অনেক শান্তিপ্রিয়, উপজেলার সব ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ে ক্রীড়া অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে কিন্তু এই এলাকাতেই ক্রীড়া মঞ্চ ভেঙে ফেলে অনুষ্ঠান পন্ড করা হয়েছে। দাশুড়িয়ায় রাতের অন্ধকারে ক্রীড়া মঞ্চ কারা ভেঙেছে ইউনিয়নবাসী তা জানেন।
জামায়াতে ইসলামী দাশুড়িয়া ইউনিয়ন শাখার আমির মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা আমির ডক্টর অধ্যাপক নুরুজ্জামান প্রামাণিক, উপজেলা নায়েবে আমির মাওলানা নুর মোহাম্মদ, উপজেলা সেক্রেটারি মো. সাইদুল ইসলাম।
ইউনিয়ন সেক্রেটারি মো. আহসান হাবিব পিপটন এর সার্বিক ব্যবস্থাপনা ও ইউনিয়ন অফিস সেক্রেটারি সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের উপজেলা সভাপতি আব্দুর রহমান মাস্টার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাহফুজুর রহমান, মুলাডুলি ইউনিয়ন আমির প্রভাষক শাহিনুল আলম প্রমুখ।
ইফতার মাহফিলে দুই হাজারেরও বেশি ইউনিয়ন জামায়াতের নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।