ঢাকামঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫
  • অন্যান্য

ঈশ্বরদী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

জয়পত্র ডেস্কঃ
মার্চ ১৮, ২০২৫ ২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীর প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা এবং বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে ঈশ্বরদী প্রেসক্লাব। রবিবার (১৬ মার্চ) বিকালে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন।
প্রেসক্লোবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমানের সঞ্চালনায় ইফতার আয়োজন বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলার নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খান, থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম শহীদ,ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু প্রমূখ।
বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার,সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম,এস এম স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল হক শাহীন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ফজলুর রহমান,সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, বিএনপির নেতা আতাউর রহমান পাতা,আমিনুর রহমান স্বপন,উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি মারুফ মো. আহসানউজ্জামান, যুব ও ক্রীড়া বিষয়ক সেক্রেটারি বাকিবিল্লাহ খান, প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুম, পৌর সেক্রেটারি মাওলানা আল আমিন, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম নয়ন প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তাক আহমেদ কিরণ, আব্দুল মান্নান টিপু, আব্দুল্লাহ আল ওমর (সুমার খাঁন), অধ্যাপক হাসানুজ্জামান, সেলিম সরদার, আজিজুর রহমান খান, শেখ ওয়াহেদ আলী সিন্টু, ওহিদুজ্জামান টিপু, মহিদুল ইসলাম, সেলিম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিরুল ইসলাম রিংকু, শহীদুল্লাহ খান, জাহাঙ্গীর হোসেন, খন্দকার মাহাবুবুল হক দুদু, এম এ কাদের, আতাউর রহমান বাবলু, ওহিদুল ইসলাম সোহেল, রেজাউল করিম ফেরদৌস, আহসান হাবীব প্রমুখ।
এছাড়াও ঈশ্বরদীর বিভিন্ন সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় পেশাদার সাংবাদিকবৃন্দসহ সূধীজন উপস্থিত ছিলেন।