ঢাকাশনিবার , ৮ মার্চ ২০২৫
  • অন্যান্য

জামায়াত নেতা তালেব মন্ডলের আগুনে পোড়া বাড়িতে আর্থিক সহায়তা প্রদান

জয়পত্র ডেস্কঃ
মার্চ ৮, ২০২৫ ৫:০২ পূর্বাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে উপজেলার সাড়া ইউনিয়নের আসনা গ্রামের কাজীপাড়ায় বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুন লেগে ৬টি বাড়ির ১৪টি বসতঘর পুড়ে ভস্মিভূত ও এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পাবনা জেলা জামায়াত নেতা অধ্যাপক আবু তালেব মন্ডল সহ জামায়াত নেতৃবৃন্দ তাৎক্ষণিক ওই বাড়ি পরিদর্শনে যান । বুধবার (৫ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর শুনে পাবনার সুজানগরে সাংগঠনিক কাজ ফেলে তাৎক্ষণিকভাবে ঈশ্বরদী ছুটে আসেন জামায়াতে ইসলামীর পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। তিনি আগুনে পুড়ে নিহত গৃহবধূ আজেলা বেগম (৪১) সহ ১৭টি ছাগল ও অর্ধশত হাঁস মুরগি দ্বগ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে ৬টি পরিবারের অন্তত ১৪ টি বাড়িসহ নগদ দুই লক্ষ টাকা ভস্মিভুত হওয়াতে দুঃখ প্রকাশ করে সমবেদনা জানান।
পরিদর্শনকালে অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ভস্মিভুত হওয়া ক্ষতিগ্রস্থ আব্দুর রহমান কাজী ও তার দুই ছেলে আব্দুর রকির কাজী এবং রতন আলী কাজী, প্রতিবেশি মাহবুব কাজী এবং মহাবুল ইসলাম এর হাতে জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহয়তা প্রদান করেন জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। তাছাড়া নিহত আজেলা বেগম এর দাফন কার্য সম্পাদনের জন্য তার স্বামীর হাতে আলাদা ভাবে আর্থিক সহায়তাও করেন তিনি এবং ইউনিয়ন জামায়াতকে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য রান্না করে খাবারের ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ডক্টর নুরুজ্জামান প্রামানিক, উপজেলা আইন ও মানবসম্পদ সেক্রেটারি হাফিজুর রহমান খান, উপজেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুম, সাড়া ইউনিয়ন আমির মাওলানা আব্দুর রাজ্জাক খান, সেক্রেটারি মাওলানা আক্কাস আলী খান সহ উপজেলা ও সাড়া ইউনিয়ন জামায়াতের শতাধিক নেতাকর্মী।
এদিকে বুধবার দুপুরে মুলাডুলি ইউনিয়নের বহরপুরে আরেকটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানেও তাৎক্ষণিক অধ্যাপক আবু তালেব মন্ডল সহ জামায়াত নেতৃবৃন্দ ছুটে যান এবং আর্থিক অনুদান প্রদান করেন ।