ঈশ্বরদী পৌর শ্মশানে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী হরমুন্ড মালিনী উৎসব । ২৬ ফেব্রুয়ারি বুধবার রাতে চার প্রহর ব্যাপী অনুষ্ঠিত হয় ভোলানাথের পূজা। ২৭ এ ফেব্রুয়ারি সকাল থেকে সনাতন ধর্মাবলম্বীরা বাবা ভোলানাথের মাথায় ফুল বেলপাতা সহকারে জল ঢালেন। সকাল ১১ টা থেকে শুরু হয় কীর্তন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন কালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল বক্তব্য রাখেন । এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু। অন্যন্যের মধ্যে এসময় আরো উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান,ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম শাহিন,উপজেলা জামায়াতের আইন বিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান, সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।
প্রধান অতিথি অধ্যাপক আবু তালেব মন্ডল তার বক্তব্যে বলেন, এই দেশে হিন্দু,মুসলমান,বৌদ্ধ,খ্রিস্টান সকলে নিজ নিজ ধর্ম সুন্দরভাবে পালন করবেন। এখানে সংখ্যালঘিষ্ঠ ও সংখ্যাগরিষ্ঠ বলে কিছু নেই। সকলেই এই দেশের নাগরিক। হিন্দু ধর্মের যেকোন অনুষ্ঠানে দূষ্কর্তিকারীরা যদি ব্যাঘাত ঘটায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু বলেন,অতীতেও আমি সবসময় আপনাদের পাশে থেকেছি। এখনো আমি আপনাদের পাশে আছি। এখানে আমাদের কোন ভেদাভেদ নাই। ৯০ সালে যখন বাবরী মসজিদ ভাঙ্গা হয়,সে সময় ঈশ্বরদীতে হিন্দু সম্প্রদায়ের কোন মানুষের গায়ে আঁচড় লাগতে দেইনি।
কীর্তন শেষে দুপুরে অনুষ্ঠিত হয় ভক্ত সেবা। রাতে অমাবস্যাতে তিথিতে অনুষ্ঠিত হয় শ্মশান কালী মায়ের পূজা। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সুবির কুমার দাস ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহীদসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্মশান পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক স্বপন কুমার কুন্ডু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রবীর কুমার বিশ্বাস।
