বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ঈশ্বরদী উপজেলা শাখার আয়োজনে ৬ মার্চ বৃহস্পতিবার আলহাজ্ব মোড়স্থ দারুস সালাম ট্রাস্ট মিলনায়তনে শিক্ষকদের সন্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের পাবনা জেলা প্রধান উপদেষ্টা অধ্যাপক আবু তালেব মন্ডল।
ঈশ্বরদী উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মো. আব্দুর রহমান মাস্টার এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের পাবনা জেলা সভাপতি ও পাবনা ইসলামিয়া কলেজের অধ্যক্ষ ইকবাল হোসাইন, দাশুড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, ফেডারেশনের ঈশ্বরদী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ডক্টর নুরুজ্জামান প্রামানিক ও পাবনা জেলা সেক্রেটারি মো. ইদ্রিস আলী।
অন্যান্যের মধ্যে এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন, ঈশ্বরদী উপজেলা ওলামা মাশায়েখ সভাপতি মাওলানা রফিউদ্দিন খান, বীরমুক্তিযোদ্ধা তৈয়ব আলী মন্ডল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আদর্শ শিক্ষক ফেডারেশনের উপজেলা সেক্রেটারি প্রভাষক রিয়াজুল হক। ইফতার মাহফিলে ঈশ্বরদী উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
