বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঈশ্বরদীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারী সাঁড়া মাড়োয়ারি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার দিনব্যাপী প্রতিষ্ঠানটির ফুটবল মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বিকেলে পুরস্কার বিতরণ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব সকালে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শহিদুল হক শাহীন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ড. নুরুজ্জামান প্রামানিক, সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, পৌর আমির মাওলানা গোলাম আজম খান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহিন, ছাত্রশিবিরের পাবনা জেলা সভাপতি ইসরাইল হোসেন শান্ত।
বিদ্যালয়ের শিক্ষক রাকিবুজ্জামান মিরন এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাসউদুর রহমান, অফিস সেক্রেটারি মারুফ মো. আহসানউজ্জামান, আইন বিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাহফুজুর রহমান, উপজেলা শুরা সদস্য মাসুদ রানা মাসুম, উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা ফারুক হোসেন পান্না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঈশ্বরদী প্রতিনিধি তাসনিম মাহবুব প্রাপ্তি, তানজিদুর রহমান দিহান প্রমুখ।
সকালে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা সদ্য কারামুক্ত মাহাবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাবেক অধ্যক্ষ মো. আইনুল ইসলাম, ইসলামী ব্যাংক ঈশ্বরদী শাখা ব্যবস্থাপক রওশন কবির কিরণ, বিএনপি নেতা আতাউর রহমান পাতা, হাসিবুর রহমান হাক্কে মন্ডল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন প্রমুখ।
