ঢাকারবিবার , ২ মার্চ ২০২৫
  • অন্যান্য

ঈশ্বরদীতে মেগাসান মেডিকেল ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের অ্যাসেম্বলি প্লান্ট এর ভিত্তি প্রস্তর স্থাপন

জয়পত্র ডেস্কঃ
মার্চ ২, ২০২৫ ৪:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

আমার ঈশ্বরদী- আমার বাংলাদেশ, তারই মাঝে মেগাসান বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ঈশ্বরদীতে মেগাসান মেডিকেল ইন্ডাষ্ট্রিজ বাংলাদেশ লিমিটেড অ্যাসেম্বলি প্লান্ট এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকার অরণকোলায় ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অতিথিদের সাথে নিয়ে অ্যাসেম্বলি প্লান্ট এর ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেগাসান তুর্কির চেয়ারম্যান আরিফ চিলেকতিন।
কোম্পানির সিইও নাজমুল হাসান স্বপনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।
প্রধান অতিথি কোম্পানির চেয়ারম্যান আরিফ চিলেকতিন বলেন, মেগাসান মেডিকেল ইন্ডাষ্ট্রিজ বাংলাদেশ লিমিটেড অ্যাসেম্বলি প্লান্টের কাজ সম্পন্ন হলে বিদেশ থেকে আর মেডিকেল ইকুইপমেন্ট আমদানি করতে হবে না। এখানকার উৎপাদিত মালামাল বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।
বিশেষ অতিথি অধ্যাপক আবু তালেব মন্ডল তার বক্তব্যে বলেন, ঈশ্বরদীর সার্বিক উন্নয়নের জন্য বিমানবন্দর চালু হওয়া খুবই জরুরী। তার দল এবং তিনি সুযোগ পেলে অগ্রাধিকার ভিত্তিতে ঈশ্বরদী বিমানবন্দর চালুর ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি বলেন, মেগাসান ঈশ্বরদীতে এই প্ল্যান্ট চালুর ফলে এলাকার উন্নয়নে এটি মাইলফলক হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হাবিবুর রহমান হাবিব মেগাসান কোম্পানিকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের এই প্রকল্প ঈশ্বরদীতে চালুর ফলে এলাকার বেকারসমস্যা দূর সহ সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি মেগাসানের সার্বিক সফলতা কামনা করি।
কোম্পানির সিইও নাজমুল হাসান স্বপন বলেন, ঈশ্বরদীকে সারাদেশে এবং আন্তর্জাতিক ভাবে পরিচিত করতে মেগাসানের সকল পণ্যে মেইড ইন ঈশ্বরদী, বাংলাদেশ লেখা থাকবে।