বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঈশ্বরদী উপজেলা শাখার আয়োজনে দুই দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু হয়েছে।
১৬ ফেব্রুয়ারি রবিবার সকালে উপজেলার দাশুড়িয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রকাশনা উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী। ফিতা কেটে অনুষ্ঠানের সূচনা করেন তিনি। আয়োজকরা জানান, ১৭ ফেব্রুয়ারি সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উৎসবটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে ।
প্রধান অতিথি দাশুড়িয়া এম এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী বলেন, “শিক্ষা ও জ্ঞানচর্চার বিকাশে বইয়ের কোনো বিকল্প নেই। কোমলমতি শিক্ষার্থী ও নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বই পড়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। ছাত্রশিবিরের এই উদ্যোগ প্রশংসনীয়। ইসলামী সাহিত্য ও গবেষণাধর্মী বইগুলো শিক্ষার্থীদের চিন্তাধারাকে সমৃদ্ধ করবে এবং নৈতিকতার উন্নয়ন ঘটাবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও জেলা জামায়াতের তালিমুল কুরআন সেক্রেটারি মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা আমির ড.নুরুজ্জামান প্রামাণিক,ছাত্রশিবিরের পাবনা জেলা সভাপতি ইসরাইল হোসেন শান্ত, উপজেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান খান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহফুজুর রহমান।
ঈশ্বরদী উপজেলা ছাত্রশিবিরের সভাপতির সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দাশুড়িয়া ইউনিয়ন শিবিরের সভাপতি ফারুক আল ওয়ায়েজ, দাশুড়িয়া ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আজিম মালিথা এবং বিদ্যালয়ের শিক্ষক খাইরুল হাসান বাবু প্রমুখ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকাশনা উৎসবে ইসলামী সাহিত্য, শিক্ষা ও গবেষণামূলক বিভিন্ন বই প্রদর্শিত ও বিক্রির ব্যবস্থা রয়েছে। ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত হয়ে দর্শনার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।
