ঢাকাবুধবার , ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • অন্যান্য

কারামুক্ত মাহবুবুর রহমান পলাশকে ঈশ্বরদীতে সংবর্ধনা প্রদান

জয়পত্র ডেস্কঃ
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার অভিযোগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মাহাবুবুর রহমান পলাশ কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।
১২ ফেব্রুয়ারি বুধবার দুপুরে তিনি ঢাকা (কেরানীগঞ্জ) কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন। তার মুক্তির খবর পেয়ে বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী গাড়িবহর নিয়ে কারাগারের সামনে উপস্থিত হন এবং ফুলের মালা পরিয়ে তাকে শুভেচ্ছা জানান।এ সময়,একই মামলায় ফাঁসির দন্ডে পাবনা জেলা কারাগার থেকে মুক্তি পাওয়া পরাশের ভাই,ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহিন এবং পলাশের মেয়ে তাসনিম মাহাবুব প্রাপ্তি উপস্থিত ছিলেন।
কারামুক্ত হয়ে মাহাবুবুর রহমান পলাশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘তারেক রহমানের নির্দেশনায় ব্যারিস্টার কায়সার কামাল ও অ্যাডভোকেট জামিল আখতার এলাহীসহ আইনজীবী প্যানেল অক্লান্ত পরিশ্রম করেছেন, এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’ঈশ্বরদী বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনাদের ত্যাগের বিনিময়ে আজ আমি মুক্তি পেলাম।’
তিনি দলের নেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন,‘আমাদের নেতা তারেক রহমান শুরু থেকেই এই মামলার দায়িত্ব নিয়ে অত্যন্ত যত্ন সহকারে বিষয়টি দেখভাল করেছেন,তাই আমাদের উচিত তার নির্দেশনা মেনে চলা।’
এরপর নেতাকর্মী পরিবেষ্ঠিত হয়ে মাহবুবুর রহমান পলাশ নিজ এলাকা ঈশ্বরদীতে এলে হাজার হাজার নেতা কর্মী ও সমর্থকবৃন্দ তাকে উষ্ণ ফুলেল শুভেচ্ছায় অভিসিক্ত করেন।