ঈশ্বরদী পৌর এলাকার রেলগেট ও বাস টার্মিনালে গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, পাবনা জেলা আমির ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের দলীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ঈশ্বরদীর প্রাণকেন্দ্র রেলগেট ও বাস টার্মিনালে গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে বাজারের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় ভোটারদের খোঁজখবর নেন এবং জনগণের প্রত্যাশা পূরণে তার পরিকল্পনার কথা জানান। ব্যবসায়ীরাও তাকে উষ্ণ শুভেচ্ছা জানান এবং বিভিন্ন সমস্যা নিয়ে তার সঙ্গে আলোচনা করেন।
গণসংযোগকালে অধ্যাপক আবু তালেব মণ্ডল বলেন, ‘আমি সব সময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। তাদের সুখ-দুঃখের অংশীদার হতে চাই। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাকে এগিয়ে চলার অনুপ্রেরণা দেয়। জনগণের সহযোগিতায় ঈশ্বরদী-আটঘরিয়াকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।’
তিনি আরও বলেন, ‘একটি সুশৃঙ্খল, উন্নত ও নিরাপদ সমাজ গড়তে নিরলসভাবে কাজ করব। জনগণের সমস্যার সমাধান নিশ্চিত করে ঈশ্বরদী-আটঘরিয়াকে একটি মডেল এলাকায় রূপান্তর করাই আমার লক্ষ্য।’
ব্যবসায়ীরা অধ্যাপক আবু তালেব মণ্ডলের জনসংযোগে সন্তোষ প্রকাশ করেন এবং তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। একজন ব্যবসায়ী বলেন, ‘আমরা চাই, যারা আমাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের চেষ্টা করেন, তারাই নেতৃত্বে আসুক।’
গণসংযোগকালে অধ্যাপক মণ্ডলের সঙ্গে ছিলেন জেলা জামায়াতের ঈশ্বরদী পৌর আমির মাওলানা গোলাম আজম খান, উপজেলা অফিস সেক্রেটারি মারুফ মো. আহসানউজ্জামান, উপজেলা আইন ও মানবসম্পদ সেক্রেটারি হাফিজুর রহমান খান, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি মাহফুজুর রহমান, পৌর সেক্রেটারি মাওলানা আল আমিন, লক্ষিকুন্ডা ইউনিয়ন সভাপতি মাওলানা ইসমাইল হোসেন রনি, পৌর জামায়াতের কর্মপরিপদ সদস্য হাফেজ আব্দুর রশিদ, প্রভাষক সাইফুল ইসলাম, প্রভাষক মাওলানা আখতারুজ্জামান বাবুল, মো. আবু বক্কার সিদ্দিক, হাফেজ আলিফ হোসাইন প্রমুখ।
এছাড়া পৌর জামায়াতের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের সভাপতি সেক্রেটারিসহ দুই শতাধিক নেতাকর্মী গণসংযোগে অংশ নেন।
