নিজস্ব প্রতিনিধি ।। ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক জিএস,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং শহরের বকুলের মোড় মশুড়িয়া পাড়ার মোঃ ফরিদুল আলম ফরিদ ৭ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে ষ্ট্রোক জনিত কারনে মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মরহুম ফরিদের অকাল মৃত্যুতে দলীয় ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দদের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার শন্তি ও মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
