ঢাকারবিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৫
  • অন্যান্য

গাজীপুরে বৈষম্যবিরোধী এক ছাত্র গুলিবিদ্ধ

জয়পত্র ডেস্কঃ
ফেব্রুয়ারি ৯, ২০২৫ ৪:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

বৈষম্য বিরোধী ছাত্রদের কর্মসূচি শেষে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছে মো. মোবাশ্বের (২৩) নামে এক ছাত্র।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে এ ঘটনা ঘটে। ডান হাতে গুলিবিদ্ধ অবস্থায় ওই ছাত্রকে স্থানীয়রা উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আহত মোবাশ্বের গাজীপুর মহানগরের হাড়িনাল দক্ষিণপাড়া এলাকার মৃত হাফেজ আলী আহম্মদের ছেলে।
আহতের স্বজন সূত্রে জানা গেছে, শনিবার বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেয় মোবাশ্বের। রাজবাড়ি সড়কে বিক্ষোভ সমাবেশ শেষে আলোচনা করছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটর সাইকেলযোগে অজ্ঞাত পরিচয় দুই দুর্বৃত্ত ওই এলাকা অতিক্রম করার সময় তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে ডান হাতে (কুনুইয়ের নীচে ও কব্জির উপরে) গুলিবিদ্ধ হয় মোবাশ্বের। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ওই হাসপাতালে পাঠায়। শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. মনজুর মোর্শেদ জানান, ওই ছাত্রের ডান হাতে গুলি লেগেছে। তার চিকিৎসা চলছে।
গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) রিয়াজ উদ্দিন বলেন, গুলিবর্ষণের ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি দলকে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছি।