ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকার ঢুলটি বাজার মসজিদের জন্য পেশ ঈমাম নিয়োগ করা হবে। আগ্রহীদের অতি সত্তর পূর্ন-জীবন বৃত্তান্ত ও জাতীয় পরিচয়পত্র সহ সরাসরি,মাগরিব বা এশার নামাজে উপস্থিত হয়ে সাক্ষাতকার প্রদান করে লিখিতভাবে আবেদন করতে অনুরোধ করা যাচ্ছে।
আবেদনকারীকে অবশ্যই সুস্পষ্ট উচ্চারন ও সুরেলা কন্ঠের অধিকারী হতে হবে। হাদিয়া বা বেতন,বোনাস ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নিঁর্ধারন করা হবে।
প্রয়োজনে যোগাযোগ-
সেক্রেটারী অথবা সভাপতি
ঢুলটি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ,ঢুলটি বাজার,ঈশ্বরদী,পাবনা।
০১৩১৭৯৬৭৪৪৪,০১৭১২৯৩৩৯৩০
