ঢাকাশনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪
  • অন্যান্য

অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা রুপপুর পারমানবিক কেন্দ্র পরিদর্শনে এসেছেন

জয়পত্র ডেস্কঃ
ডিসেম্বর ১৪, ২০২৪ ২:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি।। বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এক সরকারী সফরে ঈশ্বরদীর রুপপুরে এসেছেন। ১৩ ডিসেম্বর শুক্রবার দুপুরে তিনি ঈশ্বরদী রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে আসেন। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন উপদেষ্টার একান্ত সচিব ড. আসিফ ইকবাল। উপদেষ্টা হওয়ার পর ঈশ্বরদীতে এটিই তার প্রথম সফর।
উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ রুপপুরে এসে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তিনি রুপপুর প্রকল্পের অভ্যন্তরে ঘুরে দেখেন এবং প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন। এসময় উপদেষ্টার সঙ্গে পাবনা জেলা প্রশাসন, ঈশ্বরদী উপজেলা প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম উপদেষ্ঠার সার্বিক নিরাপত্তা প্রদান করেন।
সংশ্লিষ্ট মন্ত্রনালয় সূত্রে জানা যায়, উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ রুপপুর থেকে সড়ক পথে পাবনা যাবেন। বিকেলে সেখানে জেলা প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন এবং পরেরদিন শনিবার সকালে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।