নিজস্ব প্রতিনিধি।। ঈশ্বরদীর বহরপুরে টিসিবির মালামাল বিতরণ কে কেন্দ্র করে বহরপুর ও বেদুনদিয়া গ্রামের বিএনপির দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিয়াস (২৭), পিতা মোঃ মোজাম্মেল হক বিশ্বাস,সবুজ (২৫),পিতা এনামুল হক বিশ্বাস,হৃদয়(২৩),পিতা আব্দুর রাজ্জাক বিশ্বাস,শরীফ( ৪৫),পিতা মোনছের আলী সরদার,আজাদ (৪০),পিতা আরশেদ কামার,শাহীন (৩৮),পিতা মোঃ হামিদ মেকার,ও রহমত আলী (৫০),পিতা অজ্ঞাতসহ কমপক্ষে ১০ জন আহত হয়।
৮ ডিসেম্বর রবিবার দুপুরে উপজেলার বহরপুর বিশ্বাস পাড়ায় রশিদ অয়েল মিল গেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সরকার পরিবর্তনের পর গত ৩ মাস ধরে টিসিবির মালামাল বন্টনের দায়িত্ব নেন বহরপুরকান্দিপাড়ায় বিশ্বাস পাড়ার লোকজন। ঘটনার দিন ৮ ডিসেম্বর দুপুরে টিসিবির ট্রাক রশিদ ওয়েলমিলের সামনে রেখে ডিলারের লোকজন কার্ডধারীদের মাঝে টিসিবির মালামাল ও পন্য বন্টন শুরু করেন। এসময় কার্ডধারী লোকজন ছাড়া স্থানীয় ওয়ার্ডের সাবেক মেম্বর ওবায়দুল হক আনসারীর ছেলে ও স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা বিটু মুস্তাফিজ, চাচাত ভাই আজাদ হোসেন,চাচাত ভগ্নিপতি ও যুবদল নেতা শাহীন আলম,বিএনপি কর্মী মুঞ্জু ও ফুরকান মিলে জোর করে ১১ বস্তা টিসিবির মাল নিয়ে যান এবং একই সময় মেম্বরের ভাই শরীফুল ইসলাম টিসিবির ঠিকাদারের নিকট আরো ১০ বস্তা মাল দাবি করেন।এসময় স্থানীয়রা কার্ডধারী ছাড়া মাল বিতরনে বাধা প্রদান করলে শরীফ পিয়াস নামে একজনের গলা টিপে ধরলে,সংঘর্ষের সূত্রপাত হয়।
এসময় উপস্থিত জনতা তাদের সকলকে গনধোলাই দিতে শুরু করলে তারা হোন্ডা নিয়ে পালিয়ে যায়।পরে তারা সংঘবদ্ধ হয়ে,শতাধিক লোকজন একত্র হয়ে,টিসিবির মালামাল লুট করে নেয় এবং আছমত বিশ্বাস ও মোজাম বিশ্বাসের বাড়িতে রামদা,ছূরা,লাঠি,বল্লম,চাপাতি, লোহার রড,জিআইপাই দিয়ে ব্যাপক ভাংচুর করে।এসময় মোজামের ঘরের ড্রয়ার ভেঙ্গে ব্র্যাক ব্যাংক থেকে ঋন করে তুলে আনা ৫ লাখ টাকা নিয়ে যায়।
পুলিশ উপস্থিত থাকার পরও পুরা গ্রাম জুড়ে বিশৃঙ্খলা ও অরাজকতা পরিবেশ বিরাজমান থাকে।
সারারাত জুড়ে চলে সশস্র মহড়া।
পরের দিন সকালে মুলাডুলি ইউনিয়ন জামায়াত একটি দল ঘটনাস্থল ও মোজাম বিশ্বাসের বাড়ি পরিদর্শন করেন।
এ ব্যাপারে মোজাম বিশ্বাস জানান, টিসিবির পণ্য বিতরণ নিয়ে সংঘর্ষের এ ঘটনার পর ওবায়দুল মেম্বারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বহরপুর গ্রামে কয়েকটি বাড়ি ঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট চালায়। পরে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়।
ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মনিরুল ইসলাম জানান, টিসিবির পণ্য বিতরণ নিয়ে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
