নিজস্ব প্রতিনিধি।। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উত্থাপিত ৩১ দফা দাবি অবহিতকরণ ও পৌরসভার সাবেক মেয়র মোকলেছুর রহমান বাবলু ও পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু সহ ৯ জন কারাবন্দীর মুক্তির দাবিতে ঈশ্বরদী উপজেলার ইউনিয়ন গুলোতে ধারাবাহিকভাবে লিফলেট বিতরণ, সমাবেশ কর্মসূচি করছেন উপজেলা স্বেচ্ছাসেবক দল।
শনিবার ০৭ ডিসেম্বর বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাহাপুর মসজিদ মোড়ে কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে সাম্য, মানবিক ও ন্যায় ভিত্তিক আগামীর রাষ্ট্র বিনিমার্ণের লক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাব অবহিতকরণ ও মিথ্যা মামলায় কারাবন্দি পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদকসহ ৯ জন কারাবন্দির নিঃশর্ত মুক্তির দাবীতে লিফলেট বিতরণ, কর্মী সমাবেশ ও আলোচনা সভা করা হয়েছে।
সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সৌরভ হোসেন সোহান এর সভাপতিত্বে ও সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ রাসেল পারভেজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য ও বাংলদেশ রেলওয়ে শ্রমিক দলের কার্যকরী সভাপতি (প্রস্তাবিত) আহসান হাবিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান পাতা, পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান নান্নু, আবু সাঈদ লিটন, রবিউল ইসলাম রবি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম মামুনুর রশিদ নান্টু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হীরক সরদার, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, উপজেলা যুবদলের যুদ্ধ আহ্বায়ক মাহমুদ হাসান সোনামণি, ২নং ওয়ার্ড কাউন্সিলর সাবু।
সমাবেশে কলেজ ছাত্রদলের মাহমুদুর রহমান শাওন, পৌর ছাত্রদলের নাজমুল হাসান নিশাদ, উপজেলা ছাত্রদল নেতা মুস্তাফিজুর রহমান বিটুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
