নিজস্ব প্রতিনিধি।। ঈশ্বরদী পৌরসভায় জামায়াতে ইসলামীর নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের ৬ নং ওয়ার্ড নারিচা ভাটাপাড়া ইউনিটের এ অফিসটি উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসাবে অফিসটি উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে এসময় বক্তব্য রাখেন ঈশ্বরদী পৌর আমির মাওলানা গোলাম আজম খান, উপজেলা আইন বিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাহফুজুর রহমান, পৌর সেক্রেটারি মাওলানা আল আমিন ইসলাম।
ইউনিট সভাপতি মো. আব্দুস সালাম এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড সভাপতি ইয়াছির আরাফাত সুজন, সেক্রেটারি হাফেজ আলিফ হোসাইন, যুব ও ক্রীড়া সেক্রেটারি হাফেজ ইমরান হোসেন।
অনুষ্ঠানে ওয়ার্ড এবং ইউনিট জামায়াতের দুই শতাধিক কর্মী এবং সহযোগী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
