নিজস্ব প্রতিনিধি।। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈশ্বরদী উপজেলা শাখার সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকালে শহরের আলহাজ্ব মোড়স্থ দারুস সালাম ট্রাস্ট মিলনায়তনে এ সম্মেলন শেষে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। এতে কন্ঠ ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য উপজেলা সভাপতি হিসেবে মাহফুজুর রহমান এবং সেক্রেটারি খান আমিনুর রহমান নির্বাচিত হন
এছাড়া ৩৫ সদস্য বিশিষ্ট উপজেলা কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা সভাপতি অধ্যাপক রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঈশ্বরদী উপজেলার প্রধান উপদেষ্টা ডক্টর নুরুজ্জামান প্রামানিক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান, উপজেলার উন্নতম উপদেষ্টা মাওলা নূর মুহাম্মাদ, আব্দুর রহমান মাস্টার প্রমুখ।
