ঈশ্বরদী পাবনা মহাসড়কে দাশুড়িয়া কালিকাপুরস্থ পাবনা সুগার মিলের সামনে ট্রাক-অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নাহিদ প্রামাণিক (২০) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে । ১ ডিসেম্বর রবিবার দুপুর ১টার দিকে এ দূর্ঘটনা ঘটে । নিহত নাহিদ পাবনা সদর উপজেলার টেবুনিয়ার ছোট মাটিয়া বাড়ি গ্রামের সুমন প্রামাণিক এর ছেলে।
প্রত্যক্ষদর্শী জানান, দাশুড়িয়া থেকে ট্রাকটি পাবনা অভিমুখে যাচ্ছিল, অপরদিকে টেবুনিয়া থেকে দাশুড়িয়া আসছিল অটোভ্যানটি। এ অবস্থায় পাবনা সুগার মিলের সম্মুখে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে অটোভ্যানটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের চালক নাহিদ মারা যায়।
পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুর রহমান জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং পরিচয় সনাক্ত করে। এ বিষয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
