নিজস্ব প্রতিনিধি ।। দেশি-বিদেশি,সুস্বাদ,বাহারি খাবারের সমাহার নিয়ে খায়রুল গ্রপের অঙ্গপ্রতিষ্ঠান রুপপুর রুফটপ রেস্টুরেন্ট ১লা ডিসেম্বর রবিবার বিকালে ঈশ্বরদীর আইকে রোডের জয়নগর শিমুলতলায় খায়রুল ইন্টারন্যাশনাল হোটেলের ষষ্ঠ তলায় জমকলো আয়োজনের মধ্য দিয়ে দৃষ্টিনন্দন এ রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়।
খায়রুল গ্রুপের স্বত্বাধিকারী আলহাজ্ব খায়রুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে স্বাগত বক্তব্য দেন, সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, সাপ্তাহিক হ্যালো ঈশ্বরদীর সম্পাদক আলহাজ্ব আব্দুল্লাহ আল ওমর সুমার খাঁন, দৈনিক উত্তর জনতার সম্পাদক ববি সরদার, খায়রুলের ছেলে ও অত্র প্রতিষ্ঠানের সিও মুনেম তাজওয়ার অহিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন খায়রুলের ছোট ভাই ও দৈনিক কালবেলা পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি আমিরুল ইসলাম রিংকু । রেস্তোরায় প্রতিদিনই দুপুর থেকে রাত পর্যন্ত দেশি-বিদেশী রুচিসম্মত খাবারের আয়োজন থাকবে ।
