ঢাকারবিবার , ১ ডিসেম্বর ২০২৪
  • অন্যান্য

ঈশ্বরদী উপজেলার মুলাডুলি কৃষি খামারের প্যারিস রোড থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

জয়পত্র ডেস্কঃ
ডিসেম্বর ১, ২০২৪ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।। ঈশ্বরদী উপজেলার মুলাডুলি কৃষি খামারের প্যারিস রোড থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০ নভেম্বর শনিবার রাত সোয়া ১১ টার সময় পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ঈশ্বরদী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পাবনার যৌথ অভিযানে এ অবৈধ আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটার গান) উদ্ধার হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম ও ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম আগ্নেয়াস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন । তারা জানান, জেলা পুলিশের অস্ত্র ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সূত্রে খবর পেয়ে থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযান পরিচালনাকালে মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর জোয়াদ্দার পাড়া কৃষি খামারের ভিতর প্যারিস রোডে পাকা রাস্তার পাশ হতে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। এবিষয়ে অধিকতর অনুসন্ধান শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।