সাবেক সংসদ সদস্য ও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। তিনি থাইল্যান্ড যাওয়ার চেষ্টা করছিলেন।
শনিবার সকালে তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। জানা গেছে, সুবর্ণা মুস্তাফা চিকিৎসার জন্য দেশটিতে যাচ্ছিলেন। তার সঙ্গে স্বামী বদরুল আনামও ছিলেন। সকালে তারা বিমানবন্দরে গিয়ে সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করেন। পরবর্তীতে বিমানে ওঠার ঠিক আগ মুহূর্তে তাকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ।
নাম প্রকাশ না শর্তে বিমানবন্দরের একজন কর্মকর্তা ঢাকা টাইমসকে বলেন, সকালে ব্যাংকক যাবার জন্য বিমানবন্দরে আসেন সুবর্ণা মুস্তাফা দম্পতি। সেখানে চেকইন এবং ইমিগ্রেশন শেষ করেন তারা। বিমান ওঠার ঠিক আগ মুহুর্তে তাকে আটকে দেওয়া হয়। তাকে কিছু সময় জিজ্ঞাসাবাদ শেষে করা হয়। পরবর্তীতে তাকে জানানো হয়, তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) পর্যবেক্ষণে আছেন। তাই তাদের দেশের বাইরে যেতে দেওয়া হবে না। পরে পাসপোর্ট রেখে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।
দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত সুবর্ণা মুস্তাফা। তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হয়েছিলেন। এর আগে ১১ নভেম্বর দেশ ছাড়ার চেষ্টাকালে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক উপাচার্য (ভিসি) ও আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য অধ্যাপক ড. সাদেকা হালিমকে। ব্রিটিশ পাসপোর্টে দেশ ছাড়তে চেয়েছিলেন। সেসময় তার পাসপোর্ট রেখে দেওয়া হয়।
