শিক্ষার্থীদের উদ্ভাবনী মেধা অন্বেষণ ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলার লক্ষ্যে প্রথমবারের মতো ঈশ্বরদীতে কলেজ পর্যায়ে তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রকল্প প্রদর্শন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৮ নভেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী কলেজ ক্যাম্পাসে নানা অনুষ্ঠানের আয়োজন করে ঈশ্বরদী সরকারী কলেজ ।
ঈশ্বরদী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আফরোজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী শহীদ বুলবল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক। এসময় ঈশ্বরদী সরকারী কলেজের উপাধ্যক্ষ হাফিজা খাতুন, সহকারী অধ্যাপক মুরারী মোহন দাস সহ অন্যান্যরা সমবেত ছিলেন।
