ঢাকাশনিবার , ৩০ নভেম্বর ২০২৪
  • অন্যান্য

ঈশ্বরদী পৌর জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

জয়পত্র ডেস্কঃ
নভেম্বর ৩০, ২০২৪ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরদী পৌর শাখার আয়োজনে কর্মী শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে শহরের আলহাজ্ব মোড়স্থ দারুস সালাম ট্রাস্ট মিলনায়তনে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।
ঈশ্বরদী পৌর জামায়াতের আমির মাওলানা গোলাম আজম খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, জেলা মজলিসে শুরা সদস্য ও উপজেলার সাবেক আমির মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের,উপজেলা আমির ডক্টর নুরুজ্জামান প্রামাণিক, সেক্রেটারি মো. সাইদুল ইসলাম প্রমুখ ।
অন্যান্যের মধ্যে এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব ও ক্রীড়া বিষয়ক সেক্রেটারি বাকি বিল্লাহ খান,সাহাপুর ইউনিয়ন আমির মাওলানা সানাউল্লাহ,পৌর জামায়াতের আমির অফিস সেক্রেটারি মাযহারুল ইসলাম, সাহিত্য সাংস্কৃতিক ও প্রকাশনা সেক্রেটারি মাওলানা আক্তারুজ্জামান বাবুল, তালিমুল কোরআন সেক্রেটারি হাফেজ আলিফ হোসাইন, শুরা সদস্য আব্দুর রউফ সবুজ ,উপজেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান খান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আল আমিন ইসলাম।