ঈশ্বরদীতে বন্ধু একাদশ নাইট ফুটবল টুর্ণামেন্ট সিজন-২ এর উদ্বোধন হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের ভেলুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণ আয়োজনে টুর্ণামেন্টটির উদ্বোধন করা হয়। ভেলুপাড়াস্থ হিরোশিমা ক্রীড়া ও সামাজিক সংঘ এটির আয়োজন করে। খেলার শুরুতে মনোমুগ্ধকর আঁতজবাজি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্টটির উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও জামায়াতে ইসলামীর পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।
হিরোশিমা ক্রীড়া সংঘের সভাপতি আলহাজ্ব এহসানুল কবির শিমুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব ট্রেক্সটাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাউসুস সামাদ মাসুম, রোটারিয়ান ও পৌর বিএনপি নেতা আবু সাইদ লিটন, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম শামিম, ব্যবসায়ী আতিকুর রহমান, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন, শিক্ষক আইয়ুব আলী ফারুকী, ইবনে সিনা ফার্মার ঈশ্বরদী এরিয়া ম্যানেজার আজাদ হোসেন প্রমুখ।
অন্যান্যের মধ্যে এসময় উপস্থিত ছিলেন হিরোশিমা ক্রীড়া সংঘের সেক্রেটারি আলহাজ্ব শাহান হোসেন মাল, উপদেষ্টা মাহবুবুর রহমান দুলাল মন্ডল, সদস্য মামুন, শরীফ, সাফিন, ইমরান, রাব্বি, পবন, রানা, সজীব, মুসা, জনি, রাসেল, সোহান, রাহাদ, রাহুল, রুহুল, আকাশ সহ অনেকেই।
টুর্ণামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় নিপা রানিং একাদশ রাজশাহী ও বাশেরবাদা টিনেজার ফুটবল একাডেমি অংশ নেয়। এতে ট্রাইব্রেকারে বাঁশেরবাদা টিনেজার ৩-২ গোলে জয়ী হয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আরআরপি ক্যাডেট মাদ্রাসার শিক্ষক মো. শরিফুল ইসলাম।
