ঢাকারবিবার , ৩ নভেম্বর ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

এমপিও শিক্ষকদের বদলি আবেদন শুরু

জয়পত্র ডেস্কঃ
নভেম্বর ৩, ২০২৪ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসিএর নিয়োগ পাওয়া এমপিওভুক্ত শিক্ষকদের পারস্পারিক বদলি আবেদন অনলাইনে শুরু হচ্ছে আজ শুক্রবার থেকে। এ কার্যক্রম চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
এই সময়ের মধ্যে বদলিপ্রত্যাশীরা www.dshe.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন।
বদলিপ্রত্যাশীদের অবশ্যই মনে রাখতে হবে অনলাইনে আবেদন করার সময় পারস্পারিক বদলির সম্মতিপত্র, জাতীয় পরিচয়পত্র এবং এনটিআরসিএর সুপারিশপত্র সংযুক্ত করতে হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এ বিষয়ে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের ১ আগস্টের এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত শিক্ষকদের পারস্পারিক বদলি সংক্রান্ত নীতিমালা-২০২৪ জারি করা হয়।