ঢাকাশুক্রবার , ১৫ মার্চ ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

টিভি মেকার সোহেল হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে ঈশ্বরদী লালপুর রোড অবরোধ,বিক্ষোভ ও মানববন্ধন রচিত

জয়পত্র ডেস্কঃ
মার্চ ১৫, ২০২৪ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।। ঈশ্বরদী লালপুর রোডে এয়ারপোর্ট মোড়ে ভুট্রা ক্ষেতে পাওয়া টিভি মেকার সোহেল (৩৫) এর হত্যা ও বিচারের দাবিতে ঈশ্বরদী লালপুর রোডের বিমান বন্দর গেটের সামনে বিশ্বরোডে ৫শতাধিক নারী পুরুষ সড়ক অবরোধ,বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।
এর পূর্বে ১১ মার্চ সোহেল তার নিজ দোকান থেকে নিখোঁজ হয় এবং ১৩ মার্চ দোকানের অদূরে শফির বাড়ির পেছনে ভুট্টা ক্ষেতে তার লাশ পাওয়া যায় ।
স্থানীয়রা জানান,টিভি মেকার সোহেল প্রতিবেশী শফিকুল ওরফে শফি ও তার স্রী কুলসুমের সাথে টিভি মেরামত করার বিল প্রদান নিয়ে ঝামেলা বাধে। সোহেল তারাবির নামাজ পড়ে শফির বাড়িতে টাকা চাইতে গেলে শফি ও কুলসুম তাকে শারীরীকভাবে বিভিন্ন স্থানে আঘাত করলে, সে ঘটনাস্থলেই নিহত হয় বলে ধারনা করা হয়। পরে তার মুখে কীটনাশক বিষ ঢেলে দিয়ে বাড়ির পেছনে ভুট্টা ক্ষেতে লাশ ফেলে দিয়ে আসে।
ঘটনার দুই দিন পরে মাঠে কাজ করতে গেলে এক নারী শ্রমিক লাশ দেখে খবর দিলে স্থানীয় সেখানে গিয়ে সোহেলের লাশ সনাক্ত করে এবং পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে।
বাড়ি লালপুর থানার ভেতরে পড়ায় সোহেলের পরিবার নাসিমা খাতুন বাদি হয়ে শফিকুল ও কুলসুমকে সন্দেহভাজন আসামী করে লালপুর থানায় মামলা দায়ের করে এবং লাশ নিয়ে এলাকাবাসী রাস্তা অবরোধ করে। লালপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম এবং লালপুর থানার ওসি নাসিম আহমেদ ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতারের প্রতিশ্রুতি দিলে জনগন অবরোধ প্রত্যাহার করেন।
কিন্তু ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও আসামী গ্রেফতার না হওয়ায়,আজ ১৫ মার্চ বাদ জুম্মা পুনরায় ঈশ্বরদী লালপুর রোডের বিমান বন্দর গেটের প্রধান ফটকের সামনে ৫শতাধিক নারী পুরুষ সমবেত হয়ে মানববন্ধন,বিক্ষোভ ও ১ঘন্টা রাস্তা অবরোধ করে রাখেন।এসময় বিক্ষুব্ধ জনতা ক্ষিপ্ত হয়ে আসামীর বাড়িতে হামলা চালায়।কিন্ত বাড়ির মালিক শফি ও কুলসুম পলাতক থাকায় জনতা বাড়িঘরে ইটপাটকেল নিক্ষেপ করে পুনরায় রাস্তা অবরোধ করে।
খবর পেয়ে লালপুর থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে এলাবাসীর ধারনা আসামীর এক আত্মীয় পুলিশে কর্মরত থাকায় তার মাধ্যমে লালপুর থানা পুলিশের সখ্যতা গড়ে ওঠায় আসামী গ্রেফতারে গড়িমসি করছে। এরই মধ্যে পিবিআই রাজশাহী এই মামলায় তদন্তভার গ্রহন করে।
এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।নিহত সোহেলের স্তী নাসিমা ১১দিনের ও ৪ বছরের দুটি বাচ্চা নিয়ে অসহায় হয়ে পড়েছে,যা সমাজের মানুষের মাঝে ব্যাপক প্রভাব ফেলেছে।