নিজস্ব প্রতিনিধি ।
৫২তম শীতকালীন স্কুল.মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় ২০২৪ এর নতুন বছরের প্রথম পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২১ জানুয়ারি রবিবার আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান,মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী ও মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওহেদুজ্জামান । এসময় ঈশ্বরদী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন ।অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপার ভাইজার মোঃ আরিফুল ইসলাম।
