ঢাকামঙ্গলবার , ৯ জানুয়ারি ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ভোট পড়েছে ৪১.৮%

জয়পত্র ডেস্কঃ
জানুয়ারি ৯, ২০২৪ ৪:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। গতকাল সোমবার দুপুরে জাপান রাষ্ট্রদূত ও দেশটির পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এই তথ্য জানান। যেখানে বিকাল ৩টা পর্যন্ত ভোট পড়েছিল ২৭ শতাংশ সেখানে শেষ ঘণ্টায় ১৩ শতাংশ ভোট পড়েছে। অস্বাভাবিক ফল নিয়ে নানা মহলে সমালোচনা করা হচ্ছে। এ বিষয়ে সিইসির কাছে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, যখন ২টা কিংবা ৩টায় তথ্য দেওয়া হয় সেটা কোনোভাবেই সঠিক নয়। যখন রাত ১০টায় বলি, তখন সব তথ্য চলে আসে এবং সঠিক তথ্যটি জানা যায়। এখন যেটি দাঁড়িয়েছে সেটি হলো ৪১ দশমিক ৮ শতাংশ। কারো যদি সন্দেহ থাকে তাহলে তারা চ্যালেঞ্জ করতে পারে বলে জানান তিনি। সিইসি আরো বলেন, যদি মনে করেন বাড়িয়ে দেওয়া হয়েছে তাহলে আপনাদের স্বাগত জানাচ্ছি, ওটাকে চ্যালেঞ্জ করে আমাদের অসততা; যদি আপনারা মনে করেন সেটাকে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন।

এর আগে গতকাল বিকাল ৩টার ব্রিফিংয়ে ২৭ শতাংশ ভোট পড়েছে বলে জানান নির্বাচন কমিশন সচিব। পরবর্তীতে বিকাল ৫টার দিকে শেষ ব্রিফিংয়ে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানান সিইসি। শেষ ঘণ্টায় অস্বাভাবিক ভোট পড়া নিয়ে নানা মহলে আলোচনা হচ্ছে।
এদিকে জাপান রাষ্ট্রদূত ও পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে সিইসি জানান, উনারা আমাদের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাদের মূল উদ্দেশ্য ছিল আমাদের ধন্যবাদ জ্ঞাপন করা। ওরা একটা রিপোর্ট দেবে বলে জানিয়েছে। সিইসি বলেন, ভোট পর্যবেক্ষণ করে তারা অত্যন্ত সন্তুষ্ট। তাদের একজন ১৫-১৬টা কেন্দ্র দেখেছেন পাঁচটির মতো কেন্দ্র দেখেছেন। সুশৃঙ্খল যে নির্বাচনটা হয়েছে এটির ভূয়সী প্রশংসা করেছেন। ওরা বিশ্বাস করে নির্বাচনটা বাংলাদেশের জন্য দৃষ্টান্ত।এর আগে জাপানি পর্যবেক্ষক বলেন, আমরা নির্বাচন পর্যবেক্ষণ করেছি। এখন দেশে গিয়ে সরকারের কাছে রিপোর্ট দেওয়া হবে। পরবর্তীতে রিপোর্ট প্রকাশ করা হবে।
কোন দল কত আসন পেল, জানাল ইসি : দ্বাদশ জাতীয় নির্বাচনে ৩০০ আসনে কোন দল কত আসন পেয়েছে, তা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে, দ্বাদশ জাতীয় নির্বাচনে ৩০০ আসনের মধ্যে দুটি আসনের ভোটগ্রহণ স্থগিত হয়েছে। ফলে ২৯৮টি আসনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ২২২টি আসন লাভ করছে বাংলাদেশ আওয়ামী লীগ। এছাড়া জাতীয় পার্টি ১১টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ১টি, বাংলাদেশ কল্যাণ পার্টি ১টি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ১টি এবং স্বতন্ত্র পদে মোট ৬২টি আসনে জয়লাভ করেছেন প্রার্থীরা।