ঢাকাবৃহস্পতিবার , ২৩ নভেম্বর ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

জয়পত্র ডেস্কঃ
নভেম্বর ২৩, ২০২৩ ২:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা হানিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৩ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কের আলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও পুলিশের বিশেষ শাখা সূত্র জানায়, সোমবার কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাস দুর্ঘটনার শিকার হয়। চৌড়হাস হাইওয়ে থানা–পুলিশ বাসটি জব্দ করে থানার সামনের সড়কে রাখে। ওই বাসে বুধবার রাতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল রানা জানান, বাসে আগুন দিয়েছে। তবে এটি নাশকতা না অন্য কোনো কিছু সেটি খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু ঘটনাটি থানার সামনে ঘটেছে তাই বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।