ঢাকামঙ্গলবার , ২১ জুন ২০২২
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
জুন ২১, ২০২২ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে পানিতে ডুবে মায়া খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুন) উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। মায়া সুলতানপুর গ্রামের দিনমজুর শামীম হোসেনের মেয়ে।

স্থানীয় বাসিন্দা আতিকুর রহমান জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মায়াকে বাড়িতে রেখে তার মা পাশের বাড়িতে যায়। বাড়িতে এসে মায়াকে না পেয়ে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে দুপুর আড়াইটায় বাড়ির পাশে ডোবায় গিয়ে দেখতে পায় পানির মধ্যে মায়া মুখ থুবড়ে পড়ে আছে। ডোবা থেকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে নিয়ে গেলে চিকিৎসক মায়াকে মৃত ঘোষণা করে।

দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার মায়া খাতুনের পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।