ঢাকারবিবার , ৯ জানুয়ারি ২০২২
  • অন্যান্য

পুলিশ কনস্টেবলকে পিষে মারল ট্রাক

বিশেষ প্রতিবেদক
জানুয়ারি ৯, ২০২২ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

এক পুলিশ কনস্টেবলকে পিষে মারল বেপরোয়া গতির ট্রাক। রোববার সকালে রংপুর-কুড়িগ্রাম সড়কের কাউনিয়া উপজেলার তিস্তা সড়ক সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান জানান, রংপুরে পীরগাছা থানায় কর্মরত কনস্টেবল তাজুল ইসলাম তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম থেকে আসার সময় তিস্তা ব্রিজ এলাকায় পৌঁছালে একটি মালবাহী ট্রাক তাকে পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে তার মুত্যু হয়।
দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। কনস্টেবল তাজুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কাউনিয়া থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানান ওসি মাসুম।