ঢাকাশনিবার , ৮ জানুয়ারি ২০২২
  • অন্যান্য

ঈশ্বরদীতে ফেন্সিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৮, ২০২২ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে ফেন্সিডিল, গাঁজাসহ জুয়েল রানা ও তারিক বিন আজিজ নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

৮ জানুয়ারি (শনিবার) মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর,পাবনা ‘খ’ সার্কেল, এর পরিদর্শক ছানোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সকাল ৮টায় শহরের শহীদ আমিনপাড়ায় অভিযান চালিয়ে হাবিব মোঃ আজিজুল্লাহর ছেলে তারিক বিন আজিজ (২৬) কে তাঁর নিজ বাসভবন থেকে ১১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে।

অপরদিকে, একই দিন ঈশ্বরদী বাইপাস এলাকা (ফতে মোহাম্মদপুর উত্তর পাড়া) থেকে আবু তাহেরের ছেলে জুয়েল রানা (২৭) কে গ্রেফতার করা হয়। এসময় তার বসতঘর থেকে ৮ বোতল ফেন্সিডিল, ৪০ টি ফেন্সিডিলের খালি বোতল এবং বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের ৮ টি বিলাতি মদের খালি বোতল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী জুয়েল রানা তার বড় ভাই মোঃ আলমগীর হোসেন এর সহযোগিতায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। জুয়েল রানা ও আলমগীরের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
তাছাড়া একই সময়ে আসামী জুয়েল রানা এর বাড়ির পাশে তার বোন মোছাঃ পারুলের বসতঘর তল্লাশী করে ২২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।