ঢাকারবিবার , ২৬ ডিসেম্বর ২০২১
  • অন্যান্য

রাজধানীতে নগর পরিবহনের বাস চালু, খুশি যাত্রীরা

বিশেষ প্রতিবেদক
ডিসেম্বর ২৬, ২০২১ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর বুকে আজ ঘুরে বেড়াচ্ছে ঢাকা নগর পরিবহন। নির্দিষ্ট জায়গা ছাড়া বাসে যাত্রী তোলা হচ্ছে না। নামানোও হচ্ছে না কোনো যাত্রী। রাখা হচ্ছে না অতিরিক্ত ভাড়া। যাত্রীদের নেই চিরচেনা ভোগান্তি। খুশি বাসের যাত্রীরা।
আজ রবিবার পরীক্ষামূলক চলাচল শুরু করেছে বাস রুট রেশনালাইজেশনের অধীন ঢাকা নগর পরিবহনের বাস। চলছে রাজধানীর ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত। মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে বাসে উঠেছেন জামান মিয়া। তিনি সিটি কলেজ নামবেন। জামান বলেন, গতকালই অন্য বাসে ১৫ টাকা ভাড়া দিয়েছি। আজ এই বাসে ১০ টাকা নিল। সুবিধাও ভালো। এমন চললে সব সময় এই বাসেই ওঠবো।
আরেক যাত্রী নুসরাত বলেন, ‘বাসে যাত্রী তোলা নিয়ে কোনো বিরক্তি দেখলাম না। এটা ভালো দিক। ফলে রাস্তায় বেশি সময় নষ্ট হবে না। দ্রুত গন্তব্যে যাওয়া যাবে।’ পাশ থেকে ৫০ ঊর্ধ্ব এক যাত্রী বলেন, ‘আমাদের কোনো সিস্টেমই তো ঠিক থাকে না। যাত্রী ছাউনিগুলো দেখলাম ভালো, সুন্দর। এগুলা সুন্দর থাকলেই হয়। এর সিস্টেম নষ্ট হয়ে গেলে অন্য বাসের সঙ্গে আর কোনো পার্থক্য থাকবে না।
আবার কোনো কোনো যাত্রী বলছেন, ‘বাস স্টপেজ বেশি হয়ে গেছে। ঘনঘন বাস থামছে।’ বিপরীতে অন্য যাত্রী বলেন, ‘যেহেতু স্টপেজ ছাড়া যাত্রী উঠানামা করা হচ্ছে না। তাই বেশি স্টপেজ না হলে যাত্রীরা উঠানামা করবে কিভাবে!’