ঢাকাবৃহস্পতিবার , ৯ ডিসেম্বর ২০২১
  • অন্যান্য

সাংবাদিক ও বীরমুক্তিযোদ্ধা ফান্টু’র উপর হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে সাংবাদিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৯, ২০২১ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

 

ঈশ্বরদী প্রেসক্লাবের সদস্য ও সাপ্তাহিক চেতনায় ঈশ্বরদীর ভারপ্রাপ্ত সম্পাদক বীরমুক্তিযোদ্ধা  ফজলুর রহমান ফান্টু’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঈশ্বরদী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।

৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঈশ্বরদী প্রেসক্লাবের সামনের সড়কে আয়োজিত মানববন্ধন ও পথসভায় সভাপতিত্ব করেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক স্বপন কুমার কুন্ডু।

পথসভায় বক্তব্য রাখেন  ঈশ্বরদী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা চান্না মন্ডল, সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল খালেক, অধ্যাপক উদয় নাথ লাহেড়ি,  বীরমুক্তিযোদ্ধা আ ত ম শহিদুজ্জামান নাসিম, বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,  আইয়ুব আলী, আব্দুল হাই মঞ্জু, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম আবুল বাসার, সহ-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস, ঈশ্বরদী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রবি, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম, প্রেসক্লাবের সহ- সাধারণ সম্পাদক শেখ মহসীন, সাহিত্য- সাংস্কৃতিক সম্পাদক আতাউর রহমান বাবলু, ঈশ্বরদী মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আব্দুর রহমান মিলন, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রতন,  ঈশ্বরদী সাংবাদিক কল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ খালেদ মাহমুদ সুজন প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বিশ্বাস, দাশুড়িয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, এস এম স্কুল এ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক শহিদুল হক শাহীন,  সিনিয়র সাংবাদিক আব্দুল কাদের, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মিশুক প্রধান, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম রিংকু,  প্রচার-প্রকাশনা সম্পাদক আলমাস আলী, সমাজ কল্যাণ সম্পাদক আহসান হাবীব, ক্রীড়া সম্পাদক আমিরুল ইসলাম, ঈশ্বরদী টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, আনন্দ টিভির জেলা প্রতিনিধি বায়োজিত বোস্তামী পলাশ, মোহনা টিভির প্রতিনিধি হুজ্জাতুল্লা হিরা,  ঈশ্বরদী সাংবাদিক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, সহ-সভাপতি দেওয়ান সবুজ, সহ-সাধারণ সম্পাদক তুহিন হোসেন, প্রচার সম্পাদক শেখ ইয়াসিন আলী, সমাজ কল্যাণ সম্পাদক এস এম শিশির, নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, দৈনিক সত্যের সকালের প্রতিনিধি উজ্জ্বল হোসেন প্রধান, দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি খায়রুল বাসার মিঠু, দৈনিক ভোরের চেতনার প্রতিনিধি রাসেল আলী, দৈনিক বাংলাদেশ সমাচারের পাবনা প্রতিনিধি মুশফিকুর রহমান মিশন, আজকের বসুন্ধরার জেলা প্রতিনিধি হাফিজুর রহমান হাফিজ, সমকোণের নির্বাহী সম্পাদক রোহান খান, মুক্তিযোদ্ধা সন্তান ঈশ্বরদী পৌর কমান্ডের সদস্য সজিব প্রমানিক, প্রিন্স প্রমূখ।

পথসভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন।

উল্লেখ্য, গত ২ ডিসেম্বর ঈশ্বরদী শহরের মধ্য অরণকোলা (পোস্ট অফিস) এলাকায় রাজাকার পরিবারের সন্তান রিপন ও আলতাব হোসেন  বীরমুক্তিযোদ্ধা   ফজলুর রহমান ফান্টুর উপর হামলা চালিয়ে তাঁকে লাঞ্ছিত করেন। এ ঘটনার প্রতিবাদে গত ৫ ডিসেম্বর মুক্তিযোদ্ধা-জনতার উদ্যোগে ঈশ্বরদী পুরাতন বাসস্ট্যান্ডে প্রতিবাদ জনসভা অনুষ্ঠিত হয়।