ঢাকাশুক্রবার , ৩ ডিসেম্বর ২০২১
  • অন্যান্য

ঈশ্বরদীতে ‘সত্যের সকাল’- এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জয়পত্র ডেস্কঃ
ডিসেম্বর ৩, ২০২১ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন নিউজ পোর্টাল ‘সত্যের সকাল’- এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ঈশ্বরদীতে পালিত হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক স্বপন কুমার কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন।
সত্যের সকালের পাবনা জেলা প্রতিনিধি রেজাউল করিম বাবুর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এম এ কাদের, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম, সহ-সাধারণ সম্পাদক শেখ মহসীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমাস আলী, সময়ের ইতিহাসের নির্বাহী সম্পাদক মাহফুজুর রহমান শিপন, অনলাইন নিউজ পোর্টাল দৈনিক ঈশ্বরদী নিউজের সম্পাদক আশরাফুল ইসলাম সবুজ, সংবাদ ভূমি’র সম্পাদক খালেদ মাহমুদ সুজন, জাগ্রত সকালের সম্পাদক সবুজ দেওয়ান, দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি তুহিন হোসেন, সময়ের ইতিহাসের স্টাফ রিপোর্টার ফারাবি বিন সাকিব, সমাচার দর্পনের প্রতিনিধি রিমন হোসেন, জাগ্রত সকালের নির্বাহী সম্পাদক শিশির মাহমুদ, কিউটিভির ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি রাসেল আলী, আজকের বসুন্ধরার জেলা প্রতিনিধি হাফিজুর রহমান হাফিজ, সাপ্তাহিক সমকোণের নির্বাহী সম্পাদক রোহান খান, বাংলাদেশ সমাচারের পাবনা প্রতিনিধি মুশফিকুর রহমান মিশন প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সত্যের সকালের ঈশ্বরদী প্রতিনিধি উজ্জল হোসেন প্রধান।