ঢাকারবিবার , ২৮ নভেম্বর ২০২১
  • অন্যান্য

ঈশ্বরদীর কীর্তিমান ক্রীড়া সংগঠক হাবিবুর রহমান হবি আর নেই  

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৮, ২০২১ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী ব্রাদার্স ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও সাবেক কৃতি ফুটবলার বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবি (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ রবিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

হাবিবুর রহমান হবি তাঁর বর্ণাঢ্য খেলোয়াড়ী জীবনে দেশের বিভিন্ন প্রান্তে সুনামের সঙ্গে ফুটবল খেলেছেন। পাশাপাশি সংগঠক, কোচ ও ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। প্রবীণ এই ক্রীড়া সংগঠক তুলেছেন ব্রাদাস ইউনিয়ন, সোনালী অতীতসহ বিভিন্ন সংগঠন। তিনি তাঁর কর্মময় জীবনে আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডে চাকুরির পাশাপাশি প্রতিষ্ঠানটির ফুটবল টিমের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।

ঈশ্বরদীর একজন ক্রীড়া সংগঠক ও সাবেক কৃতি ফুটবলা হাবিুবর রহমান হবির মৃত্যুতে ঈশ্বরদীর ক্রীড়া অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সময়ের ইতিহাস পত্রিকা ও ইতিহাস টুয়েন্টিফোর অনলাইন নিউজ পোর্টালের পক্ষ থেকে কৃতি এই ক্রীড়া সংগঠকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।