ঢাকাশনিবার , ২৭ নভেম্বর ২০২১
  • অন্যান্য

ইউপি নির্বাচন : ঈশ্বরদীতে জামায়াতের তিন মেম্বার প্রার্থীই সুবিধাজনক অবস্থানে

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৭, ২০২১ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি-জামায়াতসহ দেশের শীর্ষ রাজনৈতিক দলগুলো এবারের ইউপি নির্বাচন বয়কট করলেও ঈশ্বরদীর ৭ ইউপিতেই বিএনপি ও জামায়াতের ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী মেম্বার পদে নির্বাচনে অংশ নিচ্ছেন।

এবারের নির্বাচনে ঈশ্বরদীর তিনটি ইউনিয়নে জামায়াতে ইসলামীর তিনজন নেতা মেম্বার (ইউপি সদস্য) পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন। এদের নির্বাচনী এলাকা ঘুরে জানা যায়, এদের তিনজনই সুবিধাজনক অবস্থানে রয়েছেন। তিনজনের মধ্যে দুইজন বর্তমান মেম্বার আরেকজন সাবেক মেম্বার। তাই তিনজনেরই নিজ এলাকায় গ্রহণযোগ্যতা রয়েছে।

জামায়াতের এক দায়িত্বশীল নেতা জানান, ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে জামায়াতে ইসলামের নেতা হাফিজুর রহমান হাফিজ মেম্বার পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন। তিনি ওই ওয়ার্ডের বর্তমান মেম্বার। এবারও তার অবস্থান অত্যন্ত ভাল। সে এবারও জয়ী হবে ইনশাল্লাহ।

সাঁড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন বর্তমান মেম্বার জামায়াত নেতা সাইফুদ্দীন খান, তিনি টিউবওয়েল প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করছেন। জামায়াত অধ্যুষিত এলাকা হওয়ায় সাইফুদ্দীনের এবারও সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
সাহাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন ফরিদ উদ্দিন। তিনি সাবেক মেম্বার। এবারো তিনি সুবিধাজনক অবস্থানে রয়েছেন।

ঈশ্বরদীর উপজেলার তিন ইউনিয়নে জামায়াতের তিন মেম্বার প্রার্থী হওয়ায় ওইসব এলাকার লোকজন ভোট কেন্দ্রে যাবেন এবং তাদের প্রার্থীকে ভোট দিবেন এটি অনেকটাই নিশ্চিত।