ঢাকামঙ্গলবার , ২৩ নভেম্বর ২০২১
  • অন্যান্য

ঈশ্বরদীতে ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৩, ২০২১ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে চাঁদাবাজি করার সময় মিশুক রহমান (৪০) নামে এক ভূয়া ডিবি পুলিশ গ্রেফতার হয়েছে। সোমবার (২২ নভেম্বর) রাতে পাকশী ইউনিয়নের রূপপুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। মিশুক কুষ্টিয়া শহরের পুরাতন আলফার মোড় এলাকার সাইদুর রহমানের ছেলে।

এই বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জানান, মিশুক ডিবি পুলিশ পরিচয় দিয়ে মোটর সাইকেল চালকদের কাছে থেকে চাঁদাবাজির সময় রূপপুর মোড় থেকে তাকে হাতেনাতে আটক করে পুলিশ। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে পাবনা কারাগারে প্রেরণ করা হয়েছে।