ঢাকামঙ্গলবার , ২ নভেম্বর ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীর সাত ইউনিয়নে ১৯ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন দাখিল

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২, ২০২১ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ১৯ , সাধারণ সদস্য পদে ২৬৪ ও সংরক্ষিত আসনে ৭০জন মনোনয়নপত্র জমা দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন লক্ষীকুন্ডা ইউনিয়নে  আনিস উর রহমান শরীফ, আনিসুল হক মোল্লা, সলিমপুর ইউনিয়ন আব্দুল মজিদ বাবলু মালিথা, নায়েক (অবঃ) এম এ কাদের, আতিয়ার রহমান, মুলাডুলি ইউনিয়নে আব্দুল খালেক মালিথা, আব্দুর রহমান ফান্টু মন্ডল, আব্দুল্লাহ আল মামুন, সাঁড়া ইউনিয়নে এমদাদুল হক রানা সরদার, জুয়েল চৌধুরী, সাহাপুর ইউনিয়নে আকাল  উদ্দিন সরদার, জামাল হোসেন মন্ডল, খাদিজা সুলতানা নিপা, এমলাক হোসেন বাবু,  দাশুড়িয়া ইউনিয়নে বকুল সরদার, শামসুল আলম বাদশা মালিথা, মসলেম উদ্দিন,ইয়াছিন আরাফাত আরব, পাকশী ইউনিয়নে সাইফুজ্জামান পিন্টু।

পাকশী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুজ্জামান পিন্টু ছাড়া অন্য কোন প্রার্থী মনোনয়ন দাখিল না করায় সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে।