ঢাকারবিবার , ৩১ অক্টোবর ২০২১
  • অন্যান্য

ঈশ্বরদীতে ভুটভুটির চাপায় শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩১, ২০২১ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে ভুটভুটির চাপায়  আলিফ (৩) নামে এক শিশু নিহত হয়েছে। রবিবার (৩১ অক্টোবর) দুপুর ২ টায় শহরের পোষ্ট অফিস সংলগ্ন হেলথ কেয়ার ডায়াগনষ্টিক সেন্টারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আলিফ লালপুরের গোপালপুরের বিজয়পুর গ্রামের জনি হোসেনের ছেলে।

জানা যায়,রবিবার সকালে নিহত শিশু আলিফকে সঙ্গে নিয়ে তাঁর মা ও দাদা চিকিৎসার জন্য শহরের পোষ্ট অফিস মোড়ে হেলথ কেয়ার ডায়ানষ্টিক সেন্টারে আসেন।সেখানে আলিফ পানি খাওয়ার জন্য দাদার সঙ্গে ক্লিনিকের সামনে একটি দোকানে যায়।রাস্তা পাড় হওয়ার সময় আলিফের হাতে থাকা খেলনা  রাস্তায় পড়ে গেলে খেলনা তোলার সময় স্যালো ইঞ্জিন ভটভটির চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয়। ঘাতক ভুটভুটি চালক পাালিয়ে যায়। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।