জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদের) ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী ঈশ্বরদীতে পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনা জেলা জাসদ আয়োজনে (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক।
পাবনা জেলা জাসদের সভাপতি শেখ আনিসুজ্জামানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রশিদুল আলম বাবু’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পাবনা জেলা জাসদের সহ সভাপতি সাহাব উদ্দীন সেলিম, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক জামাল উদ্দীন, কোষাধ্যক্ষ আনসারুল ইসলাম, জাতীয় যুব জোট পাবনা জেলা শাখার সভাপতি আসাদ বিশ্বাস, জাতীয় যুব জোট ঈশ্বরদী উপজেলা শাখার সহ সাধারন সম্পাদক সেলিম রেজা বাবু প্রমুখ।
