ঢাকাশনিবার , ৩০ অক্টোবর ২০২১
  • অন্যান্য

ঈশ্বরদীতে ইউপি নির্বাচন উপলক্ষে স্বেচ্ছাসেবকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩০, ২০২১ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

২৮ নভেম্বর ঈশ্বরদীর ৭টি ইউনিয়ন পরিষদ উপলক্ষে স্বেচ্ছাসেবকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
৩০ নভেম্বর (শনিবার) ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাবনা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাসুদ রানার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন পাবনা জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু, বিশেষ বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী রুহুল আমিন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাসসহ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সজিব মালিথা।