ঈশ্বরদীতে রোপা আমন ধান (ব্রিধান-৮৭) এর নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শুক্রবার (২৯ অক্টোবর) ঈশ্বরদীর ইস্তা গ্রামে অনুষ্ঠিত মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস।
মুখ্য আলোচক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী ঢাকার মহাপরিচালক কৃষিবিদ মো. আসাদুল্লাহ।
সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি পাবনার উপপরিচালক কৃষিবিদ মো. আব্দুল কাদের। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. মো. আমজাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. ইউসুফ রানা মন্ডল, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস ও ঈশ্বরদীর ইউএনও পিএম ইমরুল কায়েস।
স্বাগত বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার। সভা সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা উপপরিচালকের কার্যালয়ের অতিরিক্ত উপপরিচালক আব্দুল লতিফ।
এ ছাড়া কৃষকের মধ্যে থেকে জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক শাহজাহান আলী ওরফে পেঁপে বাদশাসহ আরো অনেকেই বক্তব্য রাখেন।
