ঈশ্বরদীতে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় লুৎফর রহমান ওরফে মোক্তার (৬৮) নামে অবসরপ্রাপ্ত রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) ভোর ৫টায় পাকশী-পাবনা (বগা মিয়া) সড়কের রূপপুর জিগাতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সে সাহাপুর পশ্চিমপাড়া এলাকার মৃত সৈয়দ আলী সরদারের ছেলে।
এলাকাবাসী জানান, ভোরে ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে জিগাতলা মসজিদে যাওয়ার পথে কোন যানবাহন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোক্তার হোসেনের মৃত্যু হয়।
রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে মুক্তারের হোসেনের মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
