ঢাকাশনিবার , ২৩ অক্টোবর ২০২১
  • অন্যান্য

মামার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মারা গেল ঈশ্বরদীর ফয়সাল

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৩, ২০২১ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

মামার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ফয়সাল (১৭) মৃত্যু হয়েছে।সে ঈশ্বরদীর বকুল মোড় (রূপপুর নগর) এলাকার মাকসুদের ছেলে।
শনিবার (২৩ অক্টোবর) উপজেলা বিলমাড়িয়া ইউনিয়নের রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঈশ্বরদী উপজেলার বকুলের মোড় এলাকার ফয়সাল লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউপির রহিমপুর গ্রামের আহমেদ মাস্টারের ছেলে মামা মাহাদুলের বাড়িতে বেড়াতে আসে।শনিবার সকালে নাস্তা শেষে বাড়ির সামনে অন্যান্য ছেলেদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে সে ডুবে যায়। স্থানীয়রা ফয়সালকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।