আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঈশ্বরদী উপজেলার ৭ ইউনিয়নসহ রাজশাহী ও রংপুর বিভাগে প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ শুক্রবার এ দুই বিভাগের প্রার্থী ঘোষণা হবে। গতকাল বৃহস্পতিবার রাতে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থী চূড়ান্ত করা হয়। আজ যে কোন সময় দলের চুড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সভায় উপস্থিত ছিলেন- মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, শেখ আবুল হাসানাত আবদুলাহ, কাজী জাফর উল্যাহ, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, রশিদুল আলম, ড. আবদুস সোবহান গোলাপ।
আওয়ামী লীগের সূত্রগুলো জানায়, মনোনয়নপ্রত্যাশীদের অতীত কর্মকাণ্ড, দলের জন্য অবদান, জনপ্রিয়তা ইত্যাদিকে গুরুত্ব দিয়ে প্রার্থী চূড়ান্ত করছে আওয়ামী লীগ। প্রার্থীদের বিষয়ে তথ্য জানতে বিভিন্ন সংস্থার মাধ্যমে সংগৃহীত প্রতিবেদনকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
