ঢাকাসোমবার , ১৮ অক্টোবর ২০২১
  • অন্যান্য

 ঈশ্বরদীতে শেখ রাসেলের জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৮, ২০২১ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন আজ। ১৯৬৪ সালের এই দিনে ঐতিহাসিক ধানমণ্ডির ৩২ নম্বরের বাড়িতে তাঁর জন্ম।

‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ এই প্রতিপাদ্য সামনে রেখে ঈশ্বরদীসহ সারাদেশে রাষ্ট্রীয়ভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ তাঁর জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। ঈশ্বরদীতে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন দিবসটিতে কর্মসূচি ঘোষণা করেছে।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আজ  ১৮ (সোমবার)  অক্টোবর সকালে ঈশ্বরদীর আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিকাল ও সন্ধ্যায় দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ‍উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা চান্না মন্ডল, সাবেক সহ-সভাপতি আকরাম আলী খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাসুদ রানা, উপজেলা যুবলীগ নেতা দোলন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সজিব মালিথা, নারী নেত্রী পারভীন আক্তার প্রমূখ নেতৃবৃন্দ।