ঢাকামঙ্গলবার , ৫ অক্টোবর ২০২১
  • অন্যান্য

ঈশ্বরদীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৫, ২০২১ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

”মুজিববর্ষেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ চাই ” শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্রবিন্দুতে শিক্ষক এই প্রতিপাদ্যে বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক সমিতির সভাপতি মোঃ জমসেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, পাবনা -৪ (ঈশ্বরদী- আটঘরিয়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুরুজ্জামান বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী পৌর সভার সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, উপজেলা নির্বাহী অফিসার পি.এম. ইমরুল কায়েস, থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আকতার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার।

মূখ্য আলোচক ছিলেন, জেলা শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দিন। সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রবি। বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, অবঃ প্রধান শিক্ষক এমদাদ হোসেন, হেলাল উদ্দিন , আনিছুর রহমান প্রমুখ।