ঢাকামঙ্গলবার , ৩১ আগস্ট ২০২১
  • অন্যান্য

ঈশ্বরদীতে সোনালী ব্যাংকের অনুদান পেলেন ৪৫ জন অস্বচ্ছল মানুষ

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩১, ২০২১ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

সোনালী ব্যাংকের আয়োজনে ঈশ্বরদীতে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা  সম্মেলন কক্ষে এ অনুদান বিতরণ করা হয়।
অনুদান বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ঈশ্বরদী শাখা ব্যবস্থাপক সাইদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পি.এম.ইমরুল কায়েস। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টু ।
ঈশ্বরদী উপজেলার ৭টি ইউনিয়নের মোট ৪৫ জনকে নব্বই হাজার টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়।
চলমান করোনাভাইরাস সংকট মোকাবেলায় ব্যাংক সমূহের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে এই আর্থিক অনুদান বিতরণ হয়েছে ।